শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত ওয়ার্কশপ ও ক্যাম্পেইন

গাজীপুরে গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত ওয়ার্কশপ ও ক্যাম্পেইন

শেয়ার করুন

মাহমুদা আফরোজ (লিসা)
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সড়ক দুর্ঘটনা হ্রাসকরণ, জঙ্গী তৎপরতা প্রতিরোধ ও মাদক মুক্ত সমাজ গঠন প্রতিপাদ্য বিষয়ে গাজীপুরে গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত ওয়ার্কশপ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কাজী আজিমুদ্দিন কলেজে এ ওয়ার্কশপ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের আয়োজনে ও গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে ওয়ার্কশপ ও ক্যাম্পেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। গাজীপুর রেড ক্রিসেট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এ্যাড. মো: ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো: আতাউল্লাহ মন্ডল।

এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে সড়ক দুর্ঘটনা হ্রাসকরণ, জঙ্গী তৎপরতা প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গঠন সম্পর্কে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.এইচ.এম কামরুল ইসলাম। অনুষ্ঠান শেষে কাজী আজিমদ্দিন কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ মোল্লাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।