শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিক্ষোভ

গাজীপুরে খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিক্ষোভ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নবগঠিত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন।
সমাবেশে অনতিবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যদিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে দিয়ে অবরুদ্ধ জনগণকে মুক্তির দাবী জানান। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি গাজী সালাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বাপ্পী দেসহ ৯টি সাংগঠনিক থানা ও ৫৭টি ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ।
গত ৮ ফেব্রæয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেন। এর পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দী।