স্টাফ রিপোর্টার ॥ সকাল ৮টায় উৎসব মুখর পরিবেশে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আধা সামরিক বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) মোতায়েন রয়েছে।
সকাল ৮টায় গাজীপুর সদর উপজেলার কালনি ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের লাইন পড়ে গেছে। সকাল পৌনে ৯টায় ইসলামী ঐক্যজোট সমর্থিত প্রার্থী হেফাজতে ইসলামের গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন ভোট প্রদান করেন।
প্রিজাইডিং অফিসার এস এম মফিজুল ইসলাম জানান, কালনি ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৪৭৬ জন। পুরুষ ভোটার ৭৩৯, নারী ভোটার ৭৩৭ জন। সকাল পৌনে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫টি।
রিটার্নিং কর্মকর্তা শাহনেওয়াজ দিলরুবা খান জানান, সকাল ৮টা থেকে ৪৪টি কেন্দ্রের ২৯০টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। চার ইউনিয়ন নিয়ে নবগঠিত গাজীপুর সদর উপজেলা পরিষদে ভোটার সংখ্যা ১ লাখ পাঁচ হাজার ২১৫। এর মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৮৬৪ জন ও নারী ভোটার ৫২ হাজার ৩২১ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪ জন, হেফাজতে ইসলামের একজন ও ১৮ দলীয় জোটের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স রয়েছে।