শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরে উদ্ধারকৃত মৃতদেহ ঢামেক মর্গে

গাজীপুরে উদ্ধারকৃত মৃতদেহ ঢামেক মর্গে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-রাজশাহী রেল রুটের জয়দেবপুর-মৌচাক স্টেশনের আমবাগান রেল ক্রসিংয়ের কাছে পৃথক তিনটি স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ২৭ বছর থেকে ৩০ বছরের মধ্যে বলে ধারণা করছেন প্রত্যদর্শীরা।

সোমবার সকাল সাড়ে ১০টায় জিআরপি পুলিশ ঢাকা-রাজশাহী রেলরুটের জয়দেবপুর-মৌচাক স্টেশনের কোনাবাড়ির আমবাগ এলাকার রেল লাইনের কাছে বিভিন্ন স্থান থেকে এ তিনটি লাশ উদ্ধার করে।

উদ্ধারের পর লাশগুলো জয়দেবপুর জিআরপি ফাঁড়িতে আনার কথা। কিন্তু গণমাধ্যম কর্মীদের ভিড় এড়াতে গোপনীয়তার সঙ্গে লাশ তিনটি ঢামেক মর্গে পাঠানো হয়।

দুপুর ১২টায় জয়দেবপুর জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, দ্রুত ময়নাতদন্ত সম্পন্ন করতে লাশগুলো ঢাকায় পাঠানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, রোববার দিনগত রাত দুইটা থেকে সোমবার সকাল সাড়ে আটটার মধ্যে এ তিনটি লাশের খোঁজ পাওয়া যায়।

জিআরপি পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে তাদের ‘খুন’ করে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার সরদার জিয়া উদ্দিন কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।