শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

গাজীপুরে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মো: শরীফ পূর্ব ধীরাশ্রম এলাকার হাবিবুর রহমানের পুত্র। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম সাজ্জাদুল হাসান ওই দন্ড দিয়েছেন।
গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, শরীফ পূর্ব ধীরাশ্রম এলাকার জি কে উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ দেয়। মঙ্গলবারও অন্যদিনের মত শরীফ ওই স্কুলের পাশে ছাত্রীদের উত্যক্ত শুরু করে। এসময় এলাকাবাসী তাকে ধরে পুলিশ ও জেলা প্রশাসনে খবর দেয়। পরে ঘটনাস্থলে সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এবং শরীফের অভিভাবকের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের বিচারক শরিফকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।