শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > গাজীপুরে ইউনিসেফ আরবান প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে ইউনিসেফ আরবান প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

মুহাম্মদ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের ২০১৮ সালের অগ্রগতি পর্যালোচনা ও ২০১৯ সালের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে জিসিসি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে এম রাহাতুল ইসলাম।

জিসিসি-ইউনিসেফ আরবান প্রকল্পের সোস্যাল এ্যান্ড বিহিবিয়ার চেঞ্জ কমিউনিকেশন (এসবিসিসি) কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক, জিসিসি’র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ রেজাউল বারী, ইউনিসেফ ঢাকা-ময়মনসিংহ বিভাগের চীফ অব ফিল্ড অফিস মোঃ ওমর ফারুক, জিসিসি অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ মোল্লা, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস. এম. সোহরাব হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লাজু সামসাদ হক।

জিসিসি-ইউনিসেফ আরবান প্রজেক্টের কর্মকর্তাগণ পরিকল্পনার বিপরিতে অদ্যাবধি অর্জিত অগ্রগতি উপস্থাপন করেন পুষ্টি কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর, ওয়াস অফিসার ফিরোজ আলম, শিশু সুরক্ষা কর্মকর্তা ইমতিয়াজ আহাম্মেদ, ইউনিসেফ ঢাকা-ময়মনসিংহ বিভাগের প্রোগ্রাম অফিসার মোঃ আমানউল্লাহ, ইউনিসেফ ঢাকা-ময়মনসিংহ বিভাগের প্রোগ্রাম অফিসার (শিক্ষা) মোঃ সাব্বির আহাম্মেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা সুরভি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আইয়ুব হোসেন সরকার, জিসিসি-ইউনিসেফ আরবান প্রজেক্টের সিনিয়র শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল হাসান, এসবিসিসি অফিসার মোঃ মনোয়ারুল ইসলাম এবং প্লানিং এ্যান্ড মনিটরিং কর্মকর্তা খন্দকার আবু সালেক প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জিসিসি’র বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তা ও কর্মচারী।

প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে, এম, রাহাতুল ইসলাম বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া অঞ্চল হিসাবে এলাকায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। ইউনিসেফ এর পাশাপাশি সিটি কর্পোরেশনকে সকল কার্যক্রমে অংশগ্রহন বাড়াতে হবে যেন ইউনিসেফ চলে গেলেও কার্যক্রম বন্ধ না হয়ে যায়। এ জন্য তিনি সকল কাউন্সিলরকে এগিয়ে আসতে অনুরোধ করেন।

ইউনিসেফ ঢাকা-ময়মনসিংহ বিভাগের চীফ অব ফিল্ড অফিস মোঃ ওমর ফারুক বলেন, ২০২০ সাল পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনে শিশুদের উন্নয়নে কাজ করবে এ জন্য তিনি সকলের সহযোগীতা চান।