স্টাফ রিপোর্টার:
গাজীপুরে ১৩জন বিসিএস নন-ক্যাডার অফিসারদের ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে পদায়ন করেছেন জেলা প্রশাসন।
জানা যায়, গত সোমবার, (১৫ জানুয়ারি) গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ হাসিনা আক্তার এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। এদেরকে গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে পদায়িত করা হয়েছে। যাদেরকে পদায়িত করা হয়েছেন, এরা হলেন মোঃ সাইদুল ইসলাম শাওন, তাঁকে জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন ভূমি অফিসে। দ্বীপ চন্দ্র বণিক, তাঁকে জেলার কালিয়াকৈর উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে। ফয়সাল আহমেদ, তাঁকে জেলার কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন ভূমি অফিসে। সরকার সাখাওয়াত হোসেন, তাঁকে জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন ভূমি অফিসে, সংযুক্ত করা হয়েছে তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিস। মোঃ রুবেল হাওলাদার, তাঁকে গাজীপুর সদরের গাজীপুর পৌর ভূমি অফিসে, সংযুক্ত করা হয়েছে কোনাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে। সৌরভ সূত্রধর, তাঁকে জেলার কাপাসিয়া সদর ইউনিয়ন ভূমি অফিসে। ফারজানা আফরোজ, তাঁকে জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন ভূমি অফিসে। মোঃ আলমগীর খন্দকার, তাঁকে জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ভূমি অফিসে। সজীব হোসেন খান, তাঁকে জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন ভূমি অফিসে।
মোঃ সাদিকুল ইসলাম সোহেল, তাঁকে জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন ভূমি অফিসে। খাদিজা, তাঁকে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসে। মোঃ ইউসুফ মিয়া, তাঁকে টঙ্গী রাজস্ব সার্কেলের গাছা ইউনিয়ন ভূমি অফিসে, সংযুক্ত করা হয়েছে টঙ্গী পৌর ভূমি অফিস। নাজমুন্নাহার, তাঁকে গাজীপুর সদরের সালনা ইউনিয়ন ভূমি অফিসে, সংযুক্ত করা হয়েছে বাসন ইউনিয়ন ভূমি অফিসে।
অফিস আদেশে নন-ক্যাডারের কথা উল্লেখ্য না থাকলেও সংশ্লিষ্ট একটি সূত্র এ বিষয়টি জানান। তবে এ বিষয়ে নিশ্চিত করতে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের মোবাইলে ফোন দিলে রিসিভ করেন নি।