স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৪জন পতিতা খদ্দের সহ আটক করা হয়েছে।
এসময় কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় হোটেলটি তালাবদ্ধ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার রাতে গাজীপুর সদর উপজেলার হোতাপোড়া এলাকায় রোজভেলি নামের আবাসিক হোটেলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ ওই অভিযান পরিচালনা করেন।
এসময় সরকারি আদেশ অমান্য করে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে আটককৃত ২০ নারী ও ১২ জন পুরুষদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। এসময় আদালত আটক অপর দু’নারীকে অর্থদণ্ড করেন এবং হোটেলটি তালাবদ্ধ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অভিযানের খবর পেয়ে হোটেলের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা জানান, এ হোটেলসহ গাজীপুরের অধিকাংশ আবাসিক হোটেলে বিভিন্ন প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে পতিতাবৃতিসহ নানা অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন হোটেল ব্যবসায়ীরা। এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করলেও ওইসব কার্যকলাপ বন্ধ হয়নি। শনিবার রাতের ওই অভিযানে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি এসেছে।