স্টাফ রিপোর্টর ॥
গাজীপুরের অস্ত্র মামলায় এক যুবককের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এবং সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দন্ডাদেশ দেন।
রায়ে একই সঙ্গে অন্য একটি ধারায় আসামিকে ১০ বছরে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামির নাম রেজাউল করিম ওরফে কালু (৩২)। তিনি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাগানটুলি গ্রামের সাইফুর রহমানের ছেলে।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো: রবিউল ইসলাম জানান, ২০১৩ সালে ১২ মার্চ রাতে সালনা হাইওয়ে পুলিশ পরিদর্শক মো: আলমগীর সিদ্দিকী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করছিলেন। ১৩ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাস তল্লাশি করে টিকিট বিহীন যাত্রী রেজাউল করিম ওরফে কালুর কাধে থাকা ব্যাগ থেকে ২টি ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তল, ৪টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার এবং কালুকে গ্রেপ্তার করে। পরে এ ব্যাপারে পরিদর্শক মো: আলমগীর সিদ্দিকী বাদি হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
পরে কালিয়াকৈর থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৩ জুন আদালতে চার্জশীট দাখিল করেন।
১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ এবং শুনানী শেষে মঙ্গলবার আদলতের বিচারক ওই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট মো: হারিজ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব মামলাটি পরিচালনা করেন।