সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার: আটক ২

গাজীপুরে অপহৃত ব্যাংক কর্মকর্তা উদ্ধার: আটক ২

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়বাড়ি শাখার কর্মকর্তা জামাল উদ্দিন (২৭) কে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে গাছা থানার পুলিশ। মঙ্গলবার রাত ২টার সময় গাজীপুর মহানগর গাছা থানা ফকির মার্কেট এলাকা থেকে ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকার মমতাজ আলীর পুত্র মহসিন সুমন (২৭), চান্দুরা এলাকার মোন্তাজ আলীর পুত্র মোঃ আলমগীর হোসেন (২৫) কে আটক করা হয়েছে।
গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়বাড়ি আউটলেট শাঁখার কর্মকর্তা জামাল উদ্দিন ব্যাংকের কাজ শেষে রাত ৮টার সময় বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বোর্ডবাজার এলাকায় বড়বাড়ি মসজিদ রোডে এসে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চক্রটি জামাল উদ্দিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা অজ্ঞাত স্থান থেকে ওই ব্যাংকের সিনিয়র অফিসারদের নিকট মোবাইল ফোনের মাধ্যমে প্রথমে বিশ হাজার টাকা এবং পরবর্তীতে আবার দুই লক্ষ টাকা দাবি করে। অন্যথায় জামাল উদ্দিনকে খুন করা হবে বলে হুমকি প্রদান করতে থাকে। এ ঘটনায় উক্ত ব্যাংকের আউটলেট শাখার সার্ভিস অফিসার মোঃ রাজীব সরকার বাদি হয়ে রাতেই গাছা থানায় অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় গাছা থানার পুলিশ ফকির মার্কেট এলাকা থেকে অপহৃত জামাল উদ্দিনকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী দুইজনকে পাকড়াও করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।