শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজীপুরের প্রত্যন্ত জনপদে হাতুড়ে ডাক্তারের জমজমাট ব্যবসা

গাজীপুরের প্রত্যন্ত জনপদে হাতুড়ে ডাক্তারের জমজমাট ব্যবসা

শেয়ার করুন

জাহিদ হাসান জিহাদ ॥
গাজীপুর : গাজীপুর জেলার গ্রামগঞ্জের হাট-বাজার গুলোতে লাইসেন্সবিহীন ঔষধ ব্যবসায়ী ও হাতুড়ে ডাক্তারদের ব্যবসা এখন জমজমাট। এদের কাছে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে গাজীপুরের সাধারণ মানুষ। জেলার অধিকাংশ লোক চিকিৎসার জন্য হাতুড়ে ডাক্তারদের উপর নির্ভরশীল। তারা গ্রামের হাট-বাজার গুলোতে রিক্সা, ভ্যান এমনটি মাইক্রোবাস যোগে মাইকে ব্যবসার প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পেট ব্যথ্যা, যৌন রোগের চিকিৎসার পাশাপাশি এই সব ডাক্তাররা অপারেশনের ঝুকি নিয়ে থাকেন। রাস্তার পার্শ্বে হাট বাজারের প্রবেশ মুখে স্কুল কলেজের দেয়ালে চমৎকার ও চটকদার রং-বেরংঙের পোষ্টার সেটে এরা মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। এসব ডাক্তারের বৈধ সার্টিফিকেট কিংবা ড্রাগ লাইসেন্স এমনটি ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। হাতুড়ে এসব ডাক্তার রোগীদের আস্থা অর্জনের জন্য স্বল্প সময়ে উচ্চমাত্রার ঔষধ দিয়ে থাকেন। বিশেষ করে এতে পার্শ্ব প্রতিক্রিয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জেলার প্রত্যন্ত অঞ্চলে হাতুড়ে ডাক্তারদের এই জমজমাট ব্যবসার বিষয়টিতে স্বাস্থ্যবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।