শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তিনদিনের অস্ত্রবিরতির পর হামাসের রকেট হামলা চালানোর জবাবে ইসরায়েলও গাজায় বিমান হামলা শুরু করেছে।
শুক্রবার সকালে ইসরায়েল ও হামাসের মধ্যকার ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির সময় শেষ হয়।
বিবিসি বলছে, ইসরায়েলি সেনা বাহিনী হামাসের চালানো এই রকেট হামলাকে ‘অগ্রহণযোগ্য, অসহনীয় এবং অদূরদর্শিতা’ আখ্যা দিয়েছে।
শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের শহরগুলোতে পুনরায় রকেট হামলার জবাবে তারা ‘গাজার সন্ত্রাসী এলাকাগুলোতে’ হামলা চালানো শুরু করেছে।
স্থানীয় সময় সকাল ৮ টায় তিনদিনের অস্ত্রবিরতি শেষ হওয়ার কিছু সময় পরই হামাস রকেট হামলা শুরু করে।
মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যকার আলোচনায় অচলাবস্থার জেরেই পুনরায় এই দ্বিপক্ষীয় লড়াই শুরু হয়।
এর আগে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাস অস্ত্রবিরতির সময় বাড়াতে অসম্মতি জানিয়েছে। ইসরায়েল তাদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে, এই দাবিতে তারা অস্ত্রবিরতির সময় বাড়ানো প্রত্যাখ্যান করে।
চার সপ্তায় গাজায় ইসরায়েলি অভিযান ও হামাসের পাল্টা হামলায় প্রায় ১৯৪০ জন মানুষের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী নিহতদের মধ্যে ১৮৯০ জনই ফিলিস্তিনি নাগরিক, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। বিপরীতে ইসরায়েলের পক্ষে ৬৪ জন সেনার মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন সাধারণ ইসরায়েলি ও একজন থাই নাগরিক।
ইসরায়েলি সরকার দাবি করেছে, এই অভিযানে হামাসের প্রায় ৯শ’ যোদ্ধা নিহত হয়েছেন।
গাজা নিয়ন্ত্রণকারী হামাসের ছোঁড়া রকেট হামলার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার অধিকারের দোহাই দিয়ে ইসরায়েল ৮ জুলাই তাদের অভিযান শুরু করে। অভিযানে গাজার সুরঙ্গব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। ইসরায়েল বলছে, এসব সুরঙ্গ দিয়েই হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে এসে হামলা চালাতো।