সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাগার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

গাগার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ চীনের নাগরিকরা এখন থেকে বৈধভাবেই পশ্চিমা সঙ্গীত শিল্পী লেডি গাগার সর্বশেষ অ্যালবাম ‘আর্টপপ’ উপভোগ করতে পারবেন। দেশটি সম্প্রতি তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে ম্যাশএবল।

আর্টপপ অ্যালবামটিতে কিছু পরিবর্তনের পরেই তা চীনে বৈধতা দেওয়া হয়েছে। এ পরিবর্তনের মধ্যে রয়েছে অ্যালবামটির প্রচ্ছদে গাগার নগ্ন ছবির বদলে কালো টাইটস পরা ছবি। আর তার কোমরের সামনে রাখা নিল বলটা আগের তুলনায় বড় করতে হয়েছে চীনের জন্য তৈরি প্রচ্ছদে। এছাড়া চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্তারা “ঝবীীী উৎবধসং” গানটির নাম “ঢ উৎবধসং”-এ বদলে দিয়েছেন।

এর আগে ২০১১ সালে লেডি গাগার উপর নিষেধাজ্ঞা জারি করে চীন। সে বছর গাগার অ্যালবাম বর্ন দিস ওয়ে নিয়ে আপত্তি জানায় চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা গাগার ‘এজ অফ গ্লোরি’ ও ‘অ্যামেরিকানো’সহ ছয়টি গান চীনের সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে জানিয়ে নিষিদ্ধ করে দেয়। এছাড়াও নিষিদ্ধ তালিকায় ছিল কেটি পেরির ‘লাস্ট ফ্রাইডে নাইট’ ও ব্যাকস্ট্রিট বয়েস-এর ‘আই ওয়ান্ট ইট দ্যাট ওয়ে।’