শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গাইবান্ধায় জামায়াতের ৩ কর্মীসহ গ্রেফতার ৩৪

গাইবান্ধায় জামায়াতের ৩ কর্মীসহ গ্রেফতার ৩৪

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা ॥
গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের তিন কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ মে) রাত ৯টা থেকে বুধবার (০৪ মে) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত জামায়াত কর্মীরা হলেন-জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরামপুর গ্রামের এন্তা মিয়া (৪৫), পানি চালিতা গ্রামের আবদুল কুদ্দুস মুন্সি (৫৮) ও পশ্চিম বেলকা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩৮)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, গ্রেফতার করা জামায়াত কর্মীদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এতোদিন তারা পলাতক ছিলেন। সম্প্রতি তারা বাড়ি ফেরেন। খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, ধর্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

গাইবান্ধা জেলা পুলিশের কন্ট্রোল রুমের অপারেটর তবিবর রহমান এসব তথ্য জানিয়েছেন।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।