আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য টেনেসির বাসিন্দা স্পেনসার বোস্টন। ২০ বছরের এই যুবক বেআইনিভাবে গাঁজা রাখার অপরাধে অভিযুক্ত। এ জন্য তাকে সম্প্রতি উপস্থিত হতে হয়েছিল আদালতে।
কিন্তু ভরা আদালত চত্বরে স্পেনসার যা করেছেন, সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভিডিওতে দেখা যায়, ভরা এজলাসে কাঠগড়ায় এসে দাঁড়ান ওই যুবক। রয়েছেন আইনজীবীরাও। স্পেনসারকে জিজ্ঞাসাবাদ করছেন আইনজীবী। তার পর সেই আইনজীবী বিচারকের দিকে এগিয়ে যান।
এমন সময় কাঠগড়ায় দাঁড়িয়েই পকেট থেকে গাঁজার সিগারেট বের করে ধরিয়ে নিলেন বোস্টন। এর পরপরই অবশ্য পুলিশের এক সদস্য তাকে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যান।
আইনজীবী স্কট মুর বলেছেন, অভিযুক্ত ব্যক্তি গাঁজাকে আইনি স্বীকৃতি দেয়ার দাবি করছিলেন। তারপরই এই কাণ্ড ঘটান। এজন্য তাকে ১০ দিন জেলে রাখার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল আদালতে আবারও শুনানিতে অংশ নেবে স্পেনসার। আনন্দবাজার।