শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > গত ১০০ বছরের সেরা পেসার হোল্ডার

গত ১০০ বছরের সেরা পেসার হোল্ডার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ভারতের সামনে সুযোগ ছিলো বিশাল লিড নেয়ার। দুই অপরাজিত হাফসেঞ্চুরিয়ান রিশাভ পান্ত ও আজিঙ্কা রাহানের ব্যাটে খুবই সম্ভব ছিলো রানের পাহাড় দাঁড় করানোর। কিন্তু ভারতের এ কাজের পথে বাঁধা হয়ে দাঁড়িয়ে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

টানা তৃতীয়বারের মতো নেন ইনিংসে পাঁচ উইকেট, ভারতের লিড থামিয়ে দেন মাত্র ৫৬ রানে। ইনজুরি থাকা স্বত্ত্বেও চলতি বছরে মাত্র ৬ টেস্ট খেলেই শিকার করেছেন ৩৩টি উইকেট, ৪ বার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট।

এছাড়াও চলতি বছরে মাত্র ১১.৮৭ গড়ে ৩৩ উইকেট নিয়ে গত ১০০ বছরের মধ্যে এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৩০ উইকেট নেয়া পেসারদের মধ্যে সেরা গড়ের রেকর্ড করেছেন হোল্ডার। এছাড়াও আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন হোল্ডার। নিচে দেখে নেয়া যাক সেগুলো:

১৯৯৪ – ভারতের মাটিতে কোনো ক্যারিবীয় পেসারের ইনিংসে পাঁচ উইকেট নেয়ার ঘটনা ঘটেছিল সবশেষ ১৯৯৪ সালে। সে বছর মোহালি টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন ক্যানি বেঞ্জামিন। ২৪ বছর পর আবার এ কীর্তি দেখালেন হোল্ডার।

৪ – চলতি বছরে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন হোল্ডার। যার সবগুলোই তার সবশেষ চার টেস্টে। ২০০০ সালে কোত্তটনি ওয়ালশের পর প্রথম ক্যারিবীয় পেসার হিসেবে এক পঞ্জিকা বর্ষে চারবার পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন তিনি।

১১.৮৭ – গত একশো বছরে এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ত্রিশ উইকেট নেয়া পেসারদের মধ্যে সেরা গড় এখন হোল্ডারের। এছাড়া সময়সীমা ৫০ বছরে নামিয়ে আনলে সব বোলারদের মধ্যেই সেরা গড় তার।

৫ – ইতিহাসের মাত্র পঞ্চম অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন হোল্ডার। তার আগে ড্যানিয়েল ভেট্টোরি, রিচি বেনাড, ফজল মাহমুদ ও কোর্টনি ওয়ালশ এ কীর্তি দেখিয়েছেন।