গণহত্যাকারীদের দল আওয়ামীলীগ, কাজিপুরের জনসভায় ইকবাল হাসান মাহমুদ টুকু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামীলীগ হচ্ছে লুটেরা দুর্নীতিবাজ,অসভ্যদের দল, ছাত্র জনতার গণআন্দোলন গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগের পতন হয়েছে,পালিয়ে যাওয়ার জন্য নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা চল্লিশ মিনিট সময়ও পায়নি,যে দলের নেতাপাতি নেতা সবাই জনরোষ থেকে বাঁচতে আত্নগোপনে চলে যায়,পালিয়ে যায়, সেই গণহত্যাকারী পলায়নকারী দল আওয়ামী লীগের জন্য বৃথা মায়াকান্না করে কোন লাভ নেই, আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। শুক্রবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,আল্লাহর বিচারই শেষ বিচার,বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল, তিনি সুস্থ শরীরে পায়ে হেটে জেল গিয়েছিলেন,তাকে অমানবিক নির্যাতন,নিপীড়ন করা হয়েছিল, তিনি এমন অসুস্থ হয়ে পড়েছিল যে, হুইলচেয়ারে বসে বের হয়েছিলেন। বেগম খালেদা জিয়া শত নির্যাতন নিপীড়নেও আপোষ করেননি, তিনি বীরের বেশেই জেলে থেকেই মুক্তি পেয়ে রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নিতে গেছেন। তিনি কাজিপুর বাসীর উদ্দেশ্যে বলেন,আপনারা ৫০ বছর আওয়ামী লীগের ভয়ে কথা বলতে পারেননি,ভোট দিতে পারেননি,আপনাদের সকল অধিকার হরণ করা হয়েছিল, এখানে আওয়ামী লীগের জমিদারী ছিলো,আওয়ামী লীগ ছাড়া অন্য দল কাজিপুরে নিষিদ্ধ ছিলো,৫ আগষ্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে,এখন আর আপনাদের কোন ভয় নেই,আগামীতে যখন নির্বাচন হবে,আপনারা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

জনসভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য,দেশের মানুষের জন্য রাজনীতি করে,গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে ভয় পান কেন,নির্বাচন দিলেই বিএনপির বিপুল জনপ্রিয়তা বুঝতে পারবেন । তিনি আরও বলেন আওয়ামী লীগের লুটেরাদের হাতে কালো টাকা রয়েছে,তারা কালো টাকা দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির পায়তারা করতে চায়,কিন্ত সংগ্রামী জনগণক সদাজাগ্রত রয়েছে, তারা গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দিবে না।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম,জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসানের যৌথ পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় কন্ঠ শিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা ও জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Related News

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫