বাংলা ডেস্ক ॥
বাংলাদেশের সাধারণ নির্বাচন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই অনুষ্ঠিত হবে বলে আবারো জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান বলে বাসস জানিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের নির্বাচনে যে নীতি অনুসরণ করা হয় সেভাবেই বাংলাদেশের নির্বাচন হবে।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে।
শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য ও অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই আমাদের আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।