শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘গণতন্ত্র অভিযাত্রা’র দিন জেএসসি, জেডিসির ফল

‘গণতন্ত্র অভিযাত্রা’র দিন জেএসসি, জেডিসির ফল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঘোষিত ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র দিনেই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপরদিন ৩০ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২৯ ডিসেম্বর ফল তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর মন্ত্রী দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

এবছর জেএসসি, জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে অংশ নিয়েছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ শিক্ষার্থী।