শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গণতন্ত্রকে হত্যা করে এই সরকার ক্ষমতায় বসেছে: খালেদা

গণতন্ত্রকে হত্যা করে এই সরকার ক্ষমতায় বসেছে: খালেদা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আজকের সভ্য পৃথিবীতে দু-একটি সার্টিফিকেট জোগাড় করে এই অন্যায় ও অবৈধ শাসনকে প্রলম্বিত করা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এই স্বৈরাচার ও স্বেচ্ছাচারকে মেনে চলবে না। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া বলেন, ‘আমরাও অনির্দিষ্টকাল ধরে শুধু সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়েই যাব, এমন ভাবারও কোনো কারণ নেই।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে হত্যা করে এই সরকার ক্ষমতায় বসেছে। তারা প্রতিদ্বন্দ্বী সব দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, প্রতিপক্ষ নির্মূল করার এমন নিষ্ঠুর তাণ্ডব স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের তাণ্ডবকেও হার মানিয়েছে।

খালেদা জিয়া বলেন, সারা দেশকে পাইকারি হত্যাকাণ্ডের এক আতঙ্কিত জনপদে পরিণত করা হয়েছে। দেশের কারাগারগুলো ভরে ফেলা হয়েছে বিরোধী মতপোষণকারী রাজনৈতিক নেতা-কর্মীদের দিয়ে। বিরোধী নেতা-কর্মীদের যখন যাকে খুশি গ্রেপ্তার করা হচ্ছে।