শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘গণতন্ত্রকে বিকশিত না করে অন্য দলের জোট ভাঙছে আ. লীগ’

‘গণতন্ত্রকে বিকশিত না করে অন্য দলের জোট ভাঙছে আ. লীগ’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আওয়ামী লীগ গণতন্ত্রকে বিকশিত না করে তারা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটকে ভেঙে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লেভার পার্টির জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফকরুল বলেন, আওয়ামী লীগ বলে তারা গণতন্ত্রের কাজ করছে, সংগ্রাম করছে। তবে তাদের দেখলে মনে হয় তারা দেউলিয়া হয়ে গেছে। তা না হলে একটি রাজনৈতিক দল অন্য দলের জোট ভাঙার চেষ্টা করতো না।

তিনি আরও বলেন, ভিন্নমত পেষণকারী দলগুলো কাজ করতে পারছে না। তাদের গণতন্ত্রের স্পেস দেয়া হচ্ছে না। দলগুলো নিজেদের কার্যালয়ে বসেও সভা সমাবেশ মিটিং করতে পারছে না। যদি এমনটাই হয় তবে অওয়ামী লীগ কিভাবে গণতান্ত্রের দল হয়।