শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > খোয়াই নদীর ভাঙন রোধে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণ

খোয়াই নদীর ভাঙন রোধে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
খোয়াই নদীর পানি বিপদসীমার ২৮০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকিতে আছে হবিগঞ্জের অনেক এলাকা । জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে যাওয়ায় স্থানীয়রা ঝুঁকিপূর্ণ স্থান নির্ধারণ করে বালু ফেলে বাঁধ নির্মাণ করছেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন জানান, শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামে খোয়াই নদীর এই স্থানটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ। পর্যাপ্ত পরিমাণে বালুর বস্তা না দিতে পারলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, আগে থেকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে। শহরের ৩/৪টি স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর বাঁধ ঘুরে দেখছেন। যেখানে ত্রুটি বা ভাঙনের আশংকা রয়েছে, সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছে। এছাড়া যেকোনো ঝুঁকি মোকাবেলা করতে ১০ হাজার বস্তা বালু প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুর থেকে জেলায় প্রবল বর্ষণ হয়। বর্ষণের ফলে রোববার মধ্যরাতের পর থেকে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার সকালে পানি বিপদসীমা অতিক্রম করে। সোমবার সারারাত শহরের বিভিন্ন মসজিদে মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। এ নদীটি জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে।

সূত্র : আরটিভি