শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘খালেদা জিয়া তাকিয়ে দেখেন কেউ নেই’

‘খালেদা জিয়া তাকিয়ে দেখেন কেউ নেই’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে কেউ মাঠে ছিলেন না। আমাদের অনেকেই আছেন বড় বড় কথা বলেন, খালেদা জিয়া এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে। নেত্রী (খালেদা জিয়া) পেছনে তাকিয়ে দেখেন কেউ নেই।

নয়াপল্টনে ভাসানী ভবনে ক্যান্টনমেন্ট থানা মহিলা দল আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দিয়ে শনিবার সন্ধ্যায় হান্নান শাহ এ সব কথা বলেন।
আগামী দিনের আন্দোলন প্রসঙ্গে হান্নান শাহ বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, সবাইকে মাঠে নামতে হবে। যদি না নামেন তাহলে উনি নিজেই মাঠে নামবেন। নেত্রী যথার্থই বলেছেন।’
তিনি বলেন, ‘আগামী দিনে এমন কোনো পরিবেশ হলে আমরা নেত্রীর বাড়ির সামনে থাকব।’
মহিলা দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বিগত দিনে আমার সুখে-দুঃখে ছিলেন, আন্দোলনে ছিলেন, ভবিষ্যতে আর কেউ না থাকলেও আমি আপনাদের পাশে থাকব।’
এরশাদকে ইঙ্গিত করে হান্নান শাহ বলেছেন, ‘এক স্বৈরাচার আরেক স্বৈরাচারকে সহযোগিতা করছে। তাদের সম্পর্ক অত্যন্ত গভীর।’
তিনি বলেন, ‘ইতিহাস বলে, স্বৈরাচার যত অত্যাচারই করুক, জনতার হাত থেকে রক্ষা পায়নি।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আপনারা তো অনেকেই জেলে গিয়েছেন। বর্তমান সময়ে জেলখানার ভেতরের চেয়েও খারাপ অবস্থায় আছি। কারাগারের পরিবেশ এমনিতে নোংরা। এখন সারাদেশের ওই পরিবেশের চেয়েও খারাপ। কারো জীবনের কোনো নিরাপত্তা নেই।’
‘বিএনপি রাজাকারের দল’ শুক্রবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করে হান্নান শাহ বলেন, ‘আমরা যদি রাজাকার হই, আপনারা কী?’
হান্নান শাহ বলেন, ‘ছেলে যদি মায়ের উপদেষ্টা হয়, তাহলে সে কী উপদেশ দেবে। এই উপদেষ্টা কী এমন গুরুত্বপূর্ণ উপদেশ দেন? এর জন্য তাকে নাকি সম্মানী হিসেবে দুই কোটি টাকা দেওয়া হয়। এত টাকা তো রাষ্ট্রপতিকেও দেওয়া হয় না।’
কাফরুল থানা মহিলা দলের সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন— মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহিলা দল ঢাকা মহানগর শাখার সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ কাফরুল থানা মহিলা দলের নেতারা।