স্টাফ রিপোর্টার ॥
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সব দায় নির্বাচন কমিশনের (ইসি)। সরকার এর দায় নেবে না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্ষা ও ঈদ উপলক্ষে দেশব্যাপী সড়ক মেরামত মনিটরিং টিমের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপর হামলার সঙ্গে সরকারি দলের লোকজনের নাম আসছে এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।সিটি করপোরেশন নির্বাচনে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়, তবে তারা তদন্ত করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারে।
নির্বাচন কমিশন সরকারের সহযোগিতা চাইলে সরকার সহযোগিতা দিতে বাধ্য।
মন্ত্রী আরো জানান, আগামী অক্টোবর মাসে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হচ্ছে। বর্তমানে সেতুর টেস্ট পাইলিং কাজ চলছে। নদী শাসন কাজের ড্রেজারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি চলে এসেছে।
কয়েকদিন ধরে সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমে দফায় দফায় বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গাড়িবহর দৃর্বৃত্তদের হামলার কবলে পড়ে। এ সব ঘটনায় পাল্টিপাল্টি মামলাও হয়েছে।