রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > খালেদা কি শহীদ মিনারে যাবেন?

খালেদা কি শহীদ মিনারে যাবেন?

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: একুশে ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার সম্ভাবনা কম। তবে দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার জন্য অবরোধ কর্মসূচি শিথিল করার কথা ভাবা হচ্ছে।

বিএনপির বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে জানা গেছে, আজ সন্ধ্যা থেকে কাল শনিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিল করা হতে পারে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আজ তা ঘোষণা করা হবে।
অবশ্য এর আগে বিশ্ব ইজতেমা ও এসএসসি পরীক্ষার জন্য অবরোধে কোনো ছাড় দেওয়া হয়নি। গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
একুশে ফেব্রুয়ারি অবরোধ থাকছে কি না, জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, তার জানামতে অবরোধ থাকছে। এখনো একদিন সময় আছে। অবরোধ শিথিল করা হবে কি না, এ বিষয়ে হয়তো দল সিদ্ধান্ত নেবে। তবে হরতাল থাকবে না।
বিএনপির নেতারা মনে করছেন, সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার কার্যালয় থেকে বের করে আনতে চায়। একবার বের হলে আর সেখানে ঢোকার সুযোগ দেবে না সরকার। কিন্তু আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়া ওই কার্যালয়ে থাকতে চান। আবার খালেদা জিয়া শহীদ মিনারে না গেলে জনমনে ও দলে কী প্রতিক্রিয়া হতে পারে, সেটাও আলোচনা হচ্ছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় দিবস। বিএনপি প্রতিবারই এই দিনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছে। কিন্তু বিএনপির জন্য এবারের পরিস্থিতি ভিন্ন। এখন বিএনপির অনেক সীমাবদ্ধতা আছে। এ অবস্থায় দলীয় চেয়ারপারসন শহীদ মিনারে না গেলেও দলের পক্ষ থেকে অবশ্যই শ্রদ্ধা জানানো হবে।
গতকাল বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একুশে ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওই দিন ভোরে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে একত্রিত হয়ে শহীদ মিনারের উদ্দেশে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। খালেদা জিয়া কর্মসূচিতে থাকবেন কি না, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।