শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > খালেদার বাসভবন ঘেরাও কর্মসূচি, নিরাপত্তা জোরদার

খালেদার বাসভবন ঘেরাও কর্মসূচি, নিরাপত্তা জোরদার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগ এনে গুলশান-২ চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করছেন শহীদ পরিবারের সন্তানেরা। বিক্ষোভ সমাবেশ শেষে খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয় ঘেরাও করতে যাওয়ার কথা রয়েছেন চত্বরের অবস্থানকারীদের।

মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিট থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছেন তারা।

এতে অংশ নিয়েছেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রি তারানা হালিম, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবিরসহ সরকার সমর্থিত বিভিন্ন সংগঠনের নেতারা।

সমাবেশে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির নেতারা যে কটূক্তি করছেন, এর জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

তিনি আরো বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে যারা অস্বীকার করেন, তারা বাংলাদেশকেই অস্বীকার করেন। এজন্য আইন তৈরি করে এই দেশদ্রোহীদের বিচারের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে আবেদন করা হবে।’

এদিকে গুলশানে অবস্থানরত খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এ ব্যাপারে ডিএমপি’র গুলশান জোনের ডিসি মোস্তাফিজুর আহমেদ বলেন, ‘পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এখানে মুক্তিযোদ্ধা ও নির্মূল কমিটির নেতাকর্মী, শহীদ বুদ্ধিজীবীর সন্তানরা এসে প্রতিবাদ সমাবেশ করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’