শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > খালেদার গাড়িবহরে হামলায় আ’লীগ প্রার্থীর নিন্দা

খালেদার গাড়িবহরে হামলায় আ’লীগ প্রার্থীর নিন্দা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক।
মঙ্গলবার এক বিবৃতিতে আনিসুল হক বলেন, ‘এ ধরনের ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করা হচ্ছে, অস্থিতিশীল করা হচ্ছে। এর ফলে আমরা যাঁরা নির্বাচনী মাঠে আছি, নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করি, জনগণের মতামতে বিশ্বাস করি, তাঁরাই ক্ষতিগ্রস্ত হব। সুবিধা নেবে নির্বাচন ও জনগণবিরোধী অপশক্তি।’
অবিলম্বে এ ঘটনার তদন্ত ও বিচার হওয়া উচিত বলেও মনে করেন এই মেয়র পদপ্রার্থী।
গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থলে দুই-তিনজন পুলিশের উপস্থিতি থাকলেও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তাদের।