শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > খালেদার কার্যালয়ে এবার ডিস সংযোগ বিচ্ছিন্ন

খালেদার কার্যালয়ে এবার ডিস সংযোগ বিচ্ছিন্ন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিদ্যুতের পর এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের ডিস (ক্যাবল) সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

শুক্রবার রাত ৩টার দিকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। তার মাত্র সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে এবার ডিসের লাইন বিচ্ছিন্ন করা হলো।

চেয়রপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৮টা থেকে ডিস লাইনে তারা কোনো ধরনের স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছেন না।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে জেনারেটর দিয়ে বিদ্যুতের কাজ সারানো হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষেদের এক সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলাশান কার্যালয়ের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হবে।’

কিন্তু তার এ ঘোষণার পরপরই সারাদেশে আগামী রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট। বাংলামেইল২৪ডটকম