শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > খালেদার গ্রেফতারি পরোয়ানা স্থগিতের শুনানি ১২ মার্চ

খালেদার গ্রেফতারি পরোয়ানা স্থগিতের শুনানি ১২ মার্চ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা পরিচালনাকারী আদালত পরিবর্তন এবং তার গ্রেফতারি পরোয়ানা স্থগিতের আবেদন শুনানি আগামী ১২ মার্চ বৃহস্পতিবার।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো খশরুজ্জামানের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার সকালে এ দিন ধার্য করেন।
গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন তার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা পরিচালনাকারী আদালত পরিবর্তনের আবেদনের সম্পূরক হিসেবে এই আবেদনটি করা হয়। এ আবেদনের শুনানীর জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল।
এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল ও সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার আবেদন নামঞ্জুর ও জামিন বাতিল করে এ আদেশ দেন।