স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় পার্টির ইফতার পার্টিতে দাওয়াত দিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার রাত সাড়ে ১০টায় খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ। তার সঙ্গে ছিলেন পার্টির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য এবিএম তাজুল ইসলাম চৌধুরী।
এ সময় তারা খালেদা জিয়ার সঙ্গে প্রায় ২০ মিনিট দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। যদিও কী বিষয়ে আলোচনা হয়েছে তা বলতে চাননি কাজী জাফর আহমদ।
তিনি জানান, রাত সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এই দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন। জাতীয় পার্টির দাওয়াত গ্রহণ করেছেন খালেদা জিয়া।
এরশাদের নির্দেশেই তিনি এই দাওয়াত দিতে যান বলেও জানান কাজী জাফর।
প্রসঙ্গত, শুক্রবার হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ওই ইফতার পার্টিতে।