শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কড়া নিরাপত্তায় টঙ্গীতে জোড় ইজতেমা শুরু

কড়া নিরাপত্তায় টঙ্গীতে জোড় ইজতেমা শুরু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর ।
টঙ্গীর তুরাগ নদীর তীরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক জোড় ইজতেমা। পাঁচদিনব্যাপী এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছে।
কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্যে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে ছয় উসুলের মৌলিক বিষয়াদিও ওপর বিস্তারিত বয়ান করছেন। ইজতেমা ময়দানের মুরুব্বিরা জানান, আগামি বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য জোড় ইজতেমার মাধ্যমে প্রাক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়।
টানা ৫দিন জোড় ইজতেমা শেষেই বিশ্ব ইজতেমার প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। আগামী মঙ্গলবার বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫দিনের জোড় ইজতেমা।
টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, জোড় ইজতেমাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, আগামী বছরের ৮ জানুয়ারি থেকে দুই পর্বের বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে।