সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ক্ষুব্ধ বিএনপি’র তৃণমূল : কোন পথে কেন্দ্রীয় নেতারা?

ক্ষুব্ধ বিএনপি’র তৃণমূল : কোন পথে কেন্দ্রীয় নেতারা?

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাজপথে নেই বিএনপির কেন্দ্রীয় নেতারা। নতুন কমিটি গঠনের ছয় মাস পরও রাজপথের কোন কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় নেতাদের। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে তৃণমূল। এতে ক্ষুব্ধ তৃণমূলের কর্মীরাও। অবশ্য নেতাদের কেউ কেউ বলছেন, হামলা মামলা থেকে বাঁচতে রাজপথের কর্মসূচি এড়িয়ে চলছেন তারা।

গত বছর আগষ্টে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি ঘোষণার পর দলকে প্রাণবন্ত করতে দলের চেয়ারপারসনের আহ্বান থাকলেও মাঠের কর্মসূচিতে দেখা মেলে নি কেন্দ্রীয় নেতাদের। এমন কী গুরুত্বপূর্ণ পদ পাওয়া বলিষ্ঠ নেতারাও আড়ালে বসে আছে। ৫ জানুয়ারীর কালো পতাকা মিছিলের কর্মসূচীতেও রাজপথে নিস্ক্রিয় ছিলেন তারা।

বিএনপি ঘোষিত ৮ জানুয়ারী বিক্ষোভ কর্মসূচিতে সারাদেশের বিভিন্ন জায়গায় নেতা-কর্মীরা রাজপথে থাকলেও কর্মসূচীতে দেখা মেলে নি কেন্দ্রীয় নেতাদের। এমন নিস্ক্রিয়তায় ক্ষুব্ধ দলের চেয়ারপারসনও। দলের নেতারা বলছেন, সরকারের দমন পীড়নের কারনেই রাজপথে নামতে পারছেন না। এছাড়া কিছু নেতা আছেন যারা একেবারেই নিষ্ক্রিয়।

তবে এই সময়টাকে রাজনীতির জন্য কিছুটা প্রতিকূল উল্লেখ করে নেতারা বলছেন, বিএনপি এখন কৌশলী অবস্থানে রয়েছে। রাজনীতিতে সুস্থ পরিবেশ ফিরলে আবারও মাঠে সক্রিয় হয়ে ওঠবে সব নেতা-কর্মী। এখন সেই দিনের অপেক্ষায় আছেন তারা।