বাংলাভূমি২৪ ডেস্ক॥
বনে প্রান্তরে পথ হারিয়ে খাদ্যাভাবে জীবন যখন কণ্ঠাগত, হাতের কাছে তখন যা পাওয়া যায় তাতেই আহার চলে। এক জার্মান পর্যটক অস্ট্রেলিয়ায় পথ হারিয়ে ক্ষুধা নিবারণে মাছি খেয়ে গেছেন টানা ২১ দিন।
দানিয়েল ডুথসিজ নামক ২৬ বছর বয়সী এই পর্যটক ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পরিব্রাজনকালে পথ হারিয়ে ফেলেন।
পুলিশ কর্মকর্তা মার্ক হ্যান্ডারস বলেন, ‘উদ্ধার পাওয়ার পর দানিয়েল ডুথমিজ মজা করে বলেন, আর কখনও অস্ট্রেলিয়ায় পথ হারাতে চান না তিনি। কারণ অতি প্রোটিনের কারণে খুব বেশি মাছি খাওয়া যায় না’।
পাশাপাশি টানা তিন সপ্তাহ মাছি খেয়ে খেয়ে থাকা তার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘ডুথসিজ অবশ্যই খুব ক্ষুধার্ত ছিলেন কিন্তু তার প্রাণশক্তি ছিল অটুট।’ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত এক অনুর্বর এলাকার এক খরস্রোতা নদীর কূল থেকে গত ৬ মার্চ তাকে উদ্ধার করেন এক মোটরবাইক আরোহী। হারিয়ে যাওয়ার সময় দানিয়েলের সঙ্গে অল্প কিছু ভাজা শিমের বিচি আর কিছু গমের দানা ছিল যেগুলো খুব দ্রুতই শেষ হয়ে যায়।
– ঝবব সড়ৎব ধঃ: যঃঃঢ়://হবংি.রঢ়ড়ৎঃনফ.পড়স/ংযড়ৎঃ-হবংি/২০১৪-০৩-০৯-১১-৫৬-১১-৪৫-৩৪১৮৩#ংঃযধংয.ঞতযণ৬ঢঁ৭.ফঢ়ঁভ
ঢাকা : বনে প্রান্তরে পথ হারিয়ে খাদ্যাভাবে জীবন যখন কণ্ঠাগত, হাতের কাছে তখন যা পাওয়া যায় তাতেই আহার চলে। এক জার্মান পর্যটক অস্ট্রেলিয়ায় পথ হারিয়ে ক্ষুধা নিবারণে মাছি খেয়ে গেছেন টানা ২১ দিন।
দানিয়েল ডুথসিজ নামক ২৬ বছর বয়সী এই পর্যটক ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পরিব্রাজনকালে পথ হারিয়ে ফেলেন।
পুলিশ কর্মকর্তা মার্ক হ্যান্ডারস বলেন, ‘উদ্ধার পাওয়ার পর দানিয়েল ডুথমিজ মজা করে বলেন, আর কখনও অস্ট্রেলিয়ায় পথ হারাতে চান না তিনি। কারণ অতি প্রোটিনের কারণে খুব বেশি মাছি খাওয়া যায় না’।
পাশাপাশি টানা তিন সপ্তাহ মাছি খেয়ে খেয়ে থাকা তার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘ডুথসিজ অবশ্যই খুব ক্ষুধার্ত ছিলেন কিন্তু তার প্রাণশক্তি ছিল অটুট।’ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত এক অনুর্বর এলাকার এক খরস্রোতা নদীর কূল থেকে গত ৬ মার্চ তাকে উদ্ধার করেন এক মোটরবাইক আরোহী। হারিয়ে যাওয়ার সময় দানিয়েলের সঙ্গে অল্প কিছু ভাজা শিমের বিচি আর কিছু গমের দানা ছিল যেগুলো খুব দ্রুতই শেষ হয়ে যায়।