কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ বাংলাদেশ কৃষক সমিতি কাপাসিয়া শাখার সদস্যরা ৬ দফা দাবী আদায়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো- ১. বিএডিসি’র মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও ভেজাল সার প্রদানের ফলে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ ২. কৃষি ঋণে ব্যাংকের হয়রানি ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার ৩. ভূমি অফিস, পল্ল¬ী বিদ্যুতের অনিয়ম হয়রানি ও দুর্নীতি বন্ধ ৪. প্রতি উপজেলায় সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন ৫. কাপাসিয়া সদরের রায়নন্দা হতে পানবরাইদ পর্যন্ত রাস্তা পূন:নির্মাণ ৬. শস্যবীমা চালু ও কৃষি উপকরণের দাম কমানোর দাবী জানান।
স্মারকলিপি প্রদানকালে গাজীপুর জেলা কৃষক সমিতির যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন জুপিটার, সদস্য সচিব মোঃ দুলাল সিকদার, কাপাসিয়া শাখার সভাপতি মাতাবুর রহমান, সাধারণ সম্পাদক সিদ্দিক ফকির, সদস্য হাবিবুর রহমান, সাইদুর রহমান, রফিকুল ইসলাম ও আব্দুল কাদের সহ কৃষক সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।