সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ক্রুটিপূর্ণ ক্যামেরা বদলে দিচ্ছে অ্যাপেল

ক্রুটিপূর্ণ ক্যামেরা বদলে দিচ্ছে অ্যাপেল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: অ্যাপলের আইফোন ৬ প্লাসের ক্যামেরায় ত্রুটি দেখা দিয়েছে। ফলে এই ক্যামেরা দিয়ে তোলা ছবি ঝাপসা আসে। অ্যাপল ব্যবহারকারীদের কাছ থেকে ফোনটি নিয়ে ক্যামেরা পরিবর্তন করে দিচ্ছে। এজন্য ব্যবহারকারীদের কাছ থেকে কোনো সার্ভিস চার্জ নেয়া হচ্ছে না।

অ্যাপল জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে বিক্রি হওয়া আইফোন ৬ প্লাসের ক্যামেরায় ক্রুটি দেখা দিয়েছে। এসব ফোনের আইসাইট ক্যামেরায় ঝাপসা ছবি আসে। তাই ব্যবহারকারীদের কাছ থেকে ফোনগুলো নিয়ে ক্যামেরা সারিয়ে আবার তা ফেরত দেয়া হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, টেক জায়ান্ট অ্যাপল আইফোন ৬ প্লাসের ক্যামেরা ফ্রি রিপ্লেস করে দিচ্ছে। আইফোন ৬ প্লাসের যেসব ফোনের ক্যামেরা ফ্রি রিপ্লেস করা যাবে তার একটি তালিকা অ্যাপলের ওয়েবসাইটে দেয়া হয়েছে। ওয়েবসাইটে ফোনের সিরিয়াল নম্বর দেয়া হয়েছে।

অ্যাপল আইফোন ৬ প্লাস ব্যবহারকারীদের অর্থোরাইজড সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।

আইফোন ৬ প্লাসে ৮ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় এফ/২.২ অ্যাপারচার আছে।