শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ক্রিকেটে ফিরবেন না আশরাফুল

ক্রিকেটে ফিরবেন না আশরাফুল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল আর ক্রিকেটে ফিরবেন না। সোমবার তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বিপিএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের দায় স্বীকার করায় সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কৃত হয়েছেন মোহাম্মদ আশরাফুল। নিজের দোষ স্বীকার করে ক্রিকেট থেকে বহিষ্কৃত হওয়া আশরাফুল এখন হতাশায় ভুগছেন। ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিজেকে নিদোর্ষ প্রমাণ করাও তার জন্য কঠিন চ্যালেঞ্জ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফিক্সিংয়ের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রথম শুনানি রোববার। তিন সদস্যের ট্রাইব্যুনালের প্রধান আহবায়ক সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। এছাড়া গঠিত ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আজমামুল হোসেন কিউসি। বিপিএল ফিক্সিংয়ে ঘটনায় অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে প্রাথমিক শুনানি হবে ২৪ নভেম্বর।

ট্রাইব্যুনালের শুনানিতে অংশ নিতে কতটা প্রস্তুত- এ বিষয়ে জানতে চাইলে আশরাফুল বলেন,‘আমি নিজেই তো দোষ স্বীকার করেছি, ট্রাইব্যুনালের শুনানিতে উপস্থিত হয়ে আমি কি করবো? আমি দোষ করেছি অপরাধ স্বীকারও করেছি।’

অপরাধ স্বীকার করলেও আশরাফুল ভক্তরা বিশ্বাস করে তিনি নির্দোষ, তাকে বলির পাঠা সাজানো হয়েছে এমন মন্তব্যের পর তিনি বলেন,‘আসলে নিজের দোষ নিজেই স্বীকার করেছি। আমি কিভাবে প্রমাণ করবো আমি অপরাধ করিনি। নিজের ভুলের কারণে ভক্তদের কাছে তো ক্ষমাই চেয়েছি। আমার তো আর কিছুই করার নেই।’

২৪ নভেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এ বিষয়ে আমি এখনও কোন সিদ্ধান্ত নেইনি। তবে আমার আইনজীবী ইয়াসিন প্যাটেলের সঙ্গে কথা বলতে হবে। তারপর সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, ফিক্সিংয়ের ঘটনায় আপিলের শেষ দিন ( গত ২৭ অগাস্ট) আশরাফুল আইসিসিতে আপিলের সিদ্ধান্ত জানান। স্পট ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের আইনজীবী ইংল্যান্ডের ইয়াসিন প্যাটেলই হচ্ছেন আশরাফুলের আইনজীবী। বিপিএলএ ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের ঘটনায় একমাত্র আশরাফুল ছাড়া কেউ পাতানো খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। এছাড়া বাকি অভিযুক্ত বাংলাদেশীদের তালিকায় আছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী ও শিহাব চৌধুরী। বিদেশিদের মধ্যে রয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী গৌতম রাওয়াত, শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল্য লোকুয়ারাচ্চি ও ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স।