শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > কোরানে গোমূত্র পান করার কথা লেখা আছে : যোগগুরু রামদেব

কোরানে গোমূত্র পান করার কথা লেখা আছে : যোগগুরু রামদেব

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মুসলিমদের ধর্মগ্রন্থ কোরানে গোমূত্র পান করার কথা লেখা আছে বলে দাবি করেছেন ভরতের একজন যোগগুরু বাবা রামদেব।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গোমূত্রকে কীভাবে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যায়, সে কথা কোরানে লেখা আছে। কিছু ব্যক্তি পতঞ্জলির বিরুদ্ধে কথা বলতে গিয়ে এটিকে হিন্দু সংস্থা বলে অভিহিত করছে। আমি কি কোনওদিন হামদর্দের (এক মুসলিম ব্যক্তির প্রতিষ্ঠিত সংস্থা) বিরুদ্ধে কথা বলেছি? হামদর্দ, হিমালয়া ড্রাগ কোম্পানির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। হিমালয়া গ্রুপের ফারুক ভাই যোগ গ্রাম গড়ে তোলার জন্য আমাকে জমিও দিয়েছেন। কেউ যদি পতঞ্জলিকে হিন্দু সংস্থা বলে, তাহলে তারা শুধু ঘৃণার দেওয়াল তৈরি করবে।’
রামদেব আরও বলেছেন, পতঞ্জলিতে তার উত্তরসূরী হবেন প্রশিক্ষিত ৫০০ সাধু। তিনি নিজেই এই সাধুদের প্রশিক্ষণ দেবেন। তিনি আগামী ১০০ বছরের কথা ভাবছেন। তাই পতঞ্জলি ছেড়ে চলে যাওয়ার সময় উত্তরসূরী রেখে যাবেন।