সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘কোনো দলকে বিলং করি না’

‘কোনো দলকে বিলং করি না’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হলেও কোনো দলের রাজনীতি করেন না বলে জানিয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

তিনি বলেন, আমি দুই নেত্রীর আইনজীবী হতে পারি, কিন্তু আমি কোনো পার্টিতে বিলং করি না।
শনিবার আইনজীবীদের জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী পরিবার কল্যাণ সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছেন ব্যারিস্টার রফিক-উল হক।
তিনি বলেন, কোনো দলের নয়, বরং মানুষের হয়ে কাজ করতে চাই। এ জন্য দেশের ক্রান্তিকালে দুই নেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের পক্ষে কাজ করেছি। জিপিএ-৫ প্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, আজকে যারা সম্মাননা পেয়েছ তাদের আরও বেশি পড়ালেখা করতে হবে। ভবিষ্যতে তোমাদের অনেককেই বাবা-মার মতো বড় আইনজীবী হতে হবে। অথবা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে হবে এবং তোমাদের দেশপ্রেমের কথা মনে রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন কৃতী শিক্ষার্থীদের বলেন, এই জিপিএ-৫ পাওয়াই শেষ নয়। ভবিষ্যতের জন্য ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তোমরা দেশের ও মা-বাবার মুখ উজ্জ্বল করবে। আইনজীবীদের মেধাবী সন্তানদের বার কাউন্সিল থেকে বৃত্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। পরিবার কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মহসীন মিয়া, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন জসিম, আইনজীবী পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন ভূঁইয়া প্রমুখ। জিপিএ-৫ প্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।