শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কোনো অজুহাত দাঁড় করাননি আফ্রিদি

কোনো অজুহাত দাঁড় করাননি আফ্রিদি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: মিরপুরের উইকেট ক্রমশ ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে উঠছে। এখানে ক্রিস গেইল, এভিন লুইস কিংবা শোয়েব মালিকদের মতো তারকা ব্যাটসম্যানরাও স্বাছন্দে খেলতে পারছেন না। রোববার মিরপুরে বরিশাল বুলস মাত্র ৫৮ রানে অলআউট হয়। আর তার পরেরদিন রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় সিলেট সুপার স্টারস। তারপরও দলের এমন ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে কোনো অজুহাত দাঁড় করাতে চাননি সিলেটের অধিনায়ক শহিদ আফ্রিদি।

আগের দিন বরিশালকে ৫৮ রানে গুটিয়ে দেয়া সিলেট সোমবার নিজেরাই অলআউট হয়েছে ৫৯ রানে। আট নম্বরে নামা সোহেল তানভির ছাড়া দু অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। একের পর এক ব্যাটসম্যান আউট হয়েছে খুবই দৃষ্টিকটু শটে। অধিনায়ক নিজেও আউট হয়েছেন বিপর্যয়ের সময় অযথাই বেরিয়ে এসে মারতে গিয়ে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফ্রিদি মেনে নিলেন নিজেদের ব্যর্থতার দায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো অজুহাত দেয়ার সুযোগ নেই। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়েই আমরা ম্যাচ ৭০-৭৫ ভাগ ম্যাচ হেরে গেছি। কেউই এদিন পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি।’

2015_12_04_12_10_15_8wPQeCks4OjPb7D7UAR2M4cTyBMxBX_original
বিপিএলের চলমান আসরে ৮ ম্যাচে মাত্র দুটি জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে সিলেট। বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে তারা, তবুও সম্ভাবনা টিকে আছে অঙ্কের হিসেবে। আফ্রিদিও মেনে নিয়েছেন নিজেদের বাস্তবতা।

এ বিষয়ে মাশরাফি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জয়ই বিশেষ কিছু। জিতলে ভালো লাগে। আমরা চেষ্টা করব ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিততে।’