বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কেয়ার বাংলাদেশের সঙ্গে রবির চুক্তি

কেয়ার বাংলাদেশের সঙ্গে রবির চুক্তি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টারর ॥ এনজিও কেয়ার বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

রোববার রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব ও কেয়ার বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর জেমি তারজি চুক্তি স্বাক্ষর করেছেন।

এ সমঝোতা স্মারকের আওতায় রবি ও কেয়ার যৌথভাবে একটি টেকসই বিজনেস মডেল তৈরি ও বাস্তবায়নে কাজ করবে। এই টেকসই বিজনেস মডেলটি গ্রামীণ দ্ররিদ্র ও অতি দরিদ্র মহিলাদের দারিদ্র বিমোচনে সহায়তা করবে।

অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এস অ্যান্ড এস ডেভেলপমেন্ট মার্কেট, নাজির আহমেদ; ভাইস প্রেসিডেন্ট, এস অ্যান্ড এস ইমাজিং মার্কেট, মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ এবং কেয়ার বাংলাদেশের ন্যাশনাল কোঅর্ডিনেটর অব প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট সাইফ এমএম ইসলাম, অ্যাডভোকেসি ও কমিউনিকেশন কোঅর্ডিনেটর আনাহিতা আহমেদ এবং প্রাইভেট সেক্টর এনগেজমেন্টের টেকনিক্যাল অফিসার সাবরিনা হক উপস্থিত ছিলেন।