স্পোর্টস ডেস্ক ॥
ক্যারিয়ারের শেষ ওয়ানডে জিতে মাঠ ছেড়েছেন লাসিথ মালিঙ্গা। তাকে প্রাপ্য বিদায়ী সংবর্ধনা দিয়েছেন সতীর্থরা। ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের জন্য ছিলেন ক্রিকেটবিশ্বে তুমুল জনপ্রিয়। একদিনের ক্রিকেটে তিন হ্যাটট্রিকসহ শিকার করেছেন ৩৩৮ উইকেট। ক্রিকেটপ্রেমীদের কমবেশি এসব সবারই জানা।
তবে মালিঙ্গার জীবনের এমন একটি অধ্যায় রয়েছে, যা অনেকেরই অজানা। প্রায় ১০ বছর নিজ গ্রামের বাড়িতে যাননি তিনি। মা-বাবার খোঁজ পর্যন্ত নেননি। তারা কোন অবস্থায় আছেন সেই খবরও রাখেননি।
গলের রাথগামা গ্রামে জন্ম মালিঙ্গার। সেখানে সমুদ্রের পাশে বালির মধ্যে নারিকেল নিয়ে বোলিং করতেন তিনি। তাকে ক্রিকেটে তুলে নিয়ে আসেন লংকান কিংবদন্তি চম্পকা রামানায়েকে। বর্তমান তিনি বাংলাদেশের বোলিং পরামর্শক।
এখন মালিঙ্গার গ্রামের বাড়িতে থাকেন শুধু তার মা-বাবা। সেলাইয়ের কাজ করে চলে তাদের সংসার। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো পেসার থাকেন কলম্বোয়। ১০ বছর গ্রামের বাড়ি যাননি তিনি।
মালিঙ্গার মা জানান, ছেলে কলম্বোর জীবনযাত্রা পছন্দ করে। তাই গলের বাড়িতে আসতে চায় না। চার মাস আগে একবার সেখানে গিয়েছিলাম। তখন তার সঙ্গে দেখা হয়েছিল।
ছেলে ‘ভুলে’ গেলেও মা-বাবা ভোলেননি। গ্রামের বাড়িতে ঘরের দেয়ালে মালিঙ্গার খেলার নানা মুহূর্তের ছবি টানিয়ে রেখেছেন তারা। এসব আলোকচিত্র দেখেই প্রিয় সন্তানকে স্মরণ করেন তারা। তাদের আশা, অবসরের পর গ্রামের বাড়িতে ফিরবে ছেলে।