রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কেন জুকারবার্গ প্রতিদিন একই পোশাক পরেন?

কেন জুকারবার্গ প্রতিদিন একই পোশাক পরেন?

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে টেক দুনিয়ার রাজা বললে ভুল হয় না। ৩১ বছর বয়সেই বিলিওনিয়ার হয়েছিন তিনি। এত সম্পদ থাকা সত্বেও প্রতিদিনই একই পোশাক পরেন তিনি। ফেসবুক প্রতিষ্ঠার শুরু থেকেই তাকে ছাই রঙের টি-শাট পরে অফিস করতে দেখা গেছে।

পিতৃত্বকালীন ছুটি শেষে গতকাল ২৬ জানুয়ারি তার প্রিয় কর্মস্থল ফেসবুক কার্যালয়ে কাজ শুরু করেছেন জুকারবার্গ। ছুটিকালীন সময়ে তিনি বিভিন্ন ধরনের পোশাক পরেছেন। কিন্তু গতকাল থেকে তিনি ফিরে গেছেন আগের পোশাকে। ছাই রঙের টি-শাট।

এ নিয়ে তিনি গতকাল একটি স্ট্যাটাসও দিয়েছেন। স্ট্যাটাসে তিনি তার ওয়ারড্রোবে সাজানো টি-শার্টের ছবি দিয়েছেন। তাতে লিখেছেন. ‘পিতৃত্বকালীন ছুটি শেষে প্রথম অফিস। আমি কি পরবো?’। পোশাক পছন্দ করতে রীতিমতো সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন জুকারবার্গ।

কিন্তু রোজ রোজ অফিসে আসার সময় তিনি একই পোশাক কেনো পরেন? এনিয়ে মাক জুকারবার্গের ভাষ্য, রোজ রোজ একি পোশাক পরলে নাকি তার নাকি কাজে মনোযোগ ও কর্মশক্তি বেশি থাকে। এতে করে তার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।