শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার

কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায়কে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কারাগার এলাকার দু’পাশের প্রবেশ পথগুলোতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রিকশা চলছে।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার এলাকায় র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়তে থাকে। তারা কারাগার এলাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন। এছাড়া কারাগার এলাকায় প্রবেশপথগুলো থেকে গাড়ি ডাইভারশন করে অন্য রাস্তা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

লালবাগ জোনের অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার মো. ফয়েজ আহমেদ বলেন, কারাগার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া কারাগারের সামনের ও আশপাশের রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হতে পারে সেজন্য গাড়ি ডাইভারশন করে অন্য রাস্তা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে।