বিনোদন ডেস্ক ॥
২০১২ সালে পাঁচ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন হলিউড তারকাজুটি টম ক্রুজ ও কেটি হোমস। আর এ বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উপলক্ষ্যে কেটি এ সপ্তাহে নিউ ইয়র্কের ম্যানহাটনে জেন হোটেলে একান্ত ঘনিষ্ঠদের সঙ্গে বিচ্ছেদের বর্ষপূর্তি পালন করতে চলেছেন।
জানা যায়, কেটি তার বন্ধুদের সঙ্গে খুব আনন্দময় ও স্মৃতিময় একটি বছর কাটানোর পরিপ্রেক্ষিতে এই পার্টি রাখবেন। গত এক বছর প্রচুর ব্যস্ততায় কেটেছে কেটির।
এরমধ্যে ব্রডওয়ে নাটক ডিড অ্যাকাউন্টসে এবং ম্যানিয়া ডেজ ছবির শুটিংও চলছে। আর মেয়ে সুরিকে সময় দেওয়াতো রয়েছেই। তবে এখনই নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছেন না কেটি।
একটি মার্কিনি ম্যাগাজিনের সূত্র মতে, প্রেমের সম্পর্ক থেকে এখন দূরেই থাকতে চান তিনি। একমাত্র ৬ বছরের সুরিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন কেটি।
উল্লেখ্য, টম ক্রুজ এর আগে ১৯৮৭ সালে মিমি রজার্স এবং ১৯৯০ সালে নিকোল কিডম্যানের সঙ্গে সংসার করেছেন। কিডম্যানের সংসারে ইসাবেলা জেন এবং কনর এন্টনি নামে দুই সন্তান রয়েছে। এরপর ক্রজ কেটকে ২০০৬ সালের নভেম্বর মাসে ইতালীয়ান ক্যাসেলে বিয়ে করেন। কেটি হোমস ক্রুজের তৃতীয় স্ত্রী।