সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কৃষি গবেষণায় বিদ্যুৎস্পৃষ্টে আহত ১ ॥ দায় এড়ানোর চেষ্টা!

কৃষি গবেষণায় বিদ্যুৎস্পৃষ্টে আহত ১ ॥ দায় এড়ানোর চেষ্টা!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গত ১৯ আগস্ট সকাল সোয়া ১১টায় আল-আমিন (রাব্বি) নামে এক অনিয়মিত শ্রমিক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আবাসিক এলাকায় ১১ হাজার ভোল্টে লাইনের ফিউজ লাগাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করায় গুরুতর আহত শ্রমিকটিকে ভ্যানগাড়ীতে করে গাজীপুর সদর হাসপাতালে নেয়। ডিউটি ডাক্তার তার অবস্থা আশংকাজনক থাকায় ঢাকায় রেফার্ড করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিষ্ঠানটির সাব-এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার মেহেদী হাসানের নির্দেশে বিদ্যুৎ লাইনে কাজ করতে যান চার শ্রমিক। লাইনটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে লাইনে কাজ করতে যান। দ্বিতীয় দফায় বিদ্যুতে খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে যান। এ সময় পুরো কৃষি গবেষণায় জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ছিল।
যখন কাজ করতে যান তখন পুরো কৃষি গবেষণায় পল্লীবিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ ছিল না; দুর্ঘটানার তারপরও অনেক সময় পর্যন্ত এ বিভাগের বিদ্যুৎ ছিল না।
এ সময় কৃষির দায়িত্বরত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অফিসে পাওয়া যায়নি। অফিসের অন্য স্টাফরা বলছে, আহত শ্রমিক রাব্বিকে নিয়ে সকলে হাসপাতালে ব্যস্ত আছেন।
এবিষয়ে ডিউটিরত জেনারেটর অপারেটর সাখাওয়াত হোসেন দুলালকে অফিসে পাওয়া না গেলেও অন্যান্যরা বলছেন, ‘সকাল সাড়ে ১০টায় লাইনটির ৩টি আইসোলেটারের মধ্যে সম্ভবত একটি আইসোলেটার কাজ করেনি বিধায় লাইনে বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়নি’।
তবে দুর্ঘটানার টাইমের ব্যাপারটি রহস্যজনক। অফিস বলছেন সকাল সাড়ে ১০টায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন সোয়া ১১টায়। তবে কী অফিস দায় এড়াতে টাইমের পার্থক্য দেখাচ্ছে!