শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কৃষকের মুখে হাসি থাকলে, দেশ হাসে: চুমকি এমপি

কৃষকের মুখে হাসি থাকলে, দেশ হাসে: চুমকি এমপি

শেয়ার করুন

ইব্রাহিম খন্দকার ॥
গাজীপুর: সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, কৃষকের মুখে হাসি থাকলে, দেশ হাসে। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃষকরাই দেশের বড় সম্পদ। তাদের সম্মান করা দেশের সব নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। কৃষকের গুণে সারা বছর দেশে সবজি পাওয়া যায়। একমাত্র শেখ হাসিনার সরকার কৃষকদের চিন্তা করে তাদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে থাকেন। দেশের বিশাল জনগোষ্ঠী কৃষকদের সুখে-দুঃখে সরকার সর্বদা তাদের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবেন।

আজ সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০০জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির প্রমুখ।

প্রতিমন্ত্রী একশজন কৃষকের মাঝে ৫ কেজি মাসকলই বীজ, ৫ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।