রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘কৃত্রিম’ পায়ে কুকুর

‘কৃত্রিম’ পায়ে কুকুর

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চার পায়েই গ্যাংগ্রিনের মতো পচন রোগ ধরেছিল ‘তারা’ নামে রোমানিয়ার এক কুকুরের। কোনোভাবেই হাঁটতে পারছিল না; পারছিল না ঠিকমতো দাঁড়াতে। রোমানিয়ার একটি হাসপাতালের বারান্দায় দিন কাটছিল তার। সেখান থেকে নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন কেলি হ্যার নামে এক ব্রিটিশ নারী। উদ্দেশ্য কুকুরটিকে বাঁচানো।
গ্যাংগ্রিন সারাতে কুকুরটির সামনের দুই পা কেটে ফেলেন চিকিৎসকরা। কিন্তু এতে তৈরি হয় আরেক সমস্যার। জীবন ফিরে পেলেও তারার হাঁটতে, খেলতে ও দৌঁড়াতে মানা ছিল। এরপর এক ব্রিটিশ দাতব্য সংস্থার সহায়তায় ‘তারা’ ফিরে পায় নতুন পা। কৃত্রিম পা নিয়ে কেলি হ্যারের সঙ্গে এখন দিব্যি খেলে বেড়াচ্ছে সে।