স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কূটনীতিকদের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরল বিএনপি।
সোমবার বিকেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তারা এসব সমস্যা তুলে ধরে।
গুলশানের এক হোটেলে বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সরকার কারো কথা শুনছে না। তারা জোর করে ক্ষমতায় থাকতে চাইছে। তাই আপনারা তাদের ওপর এমন চাপ তৈরি করুন যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়।
বৈঠকে কূটনীতিকদের মধ্যে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পাকিস্তান, সুইডেন, স্পেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, শ্রীলঙ্কা, ভ্যাটিকান সিটি ও যুক্তরাজ্যের উপরাষ্ট্রদূত অংশ নেন।
এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দূত এবং নেদারল্যান্ডস, ফিলিস্তিন, সুইজারল্যান্ড, জাপান, মরক্কো ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহম্মেদ।
জানা গেছে,বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নিবার্চন নিয়ে সরকারের একগুঁয়েমি কথা তুলে ধরেন বিএনপি নেতারা। নিরপেক্ষ সুষ্ঠু নিবার্চনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে যু্ক্িত তুলে ধরেন তারা।
বিএনপি নেতারা বলেন, নিবার্চনকালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে সুষ্ঠু নিবার্চন হবে না। এমনকি জনগণ নিজেদের ভোট দিতে পারবে না। ওই নির্বাচনে জনগণ যেখানেই ভোট দেবে তা যাবে আওয়ামী লীগের বাক্সে।
এছাড়া বিরোধী দলের উপর নিপীড়ন, নির্যাতন এখনও রয়েছে বলেও কূটনীতিকদের জানান বিএনপি নেতারা।