শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > কুমিল্লায় ১১৫ ভরি স্বর্ণসহ আটক ১

কুমিল্লায় ১১৫ ভরি স্বর্ণসহ আটক ১

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজা থেকে হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ১১৫ ভরি ১৫ আনা স্বর্ণসহ সেতু কর (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে দাউদকান্দি থানার পুলিশি অভিযানে তাকে আটক করা হয়। জানা যায়, হানিফ পরিবহনের ওই বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। আটক ব্যক্তি সেতু কর কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম দীলিপ কর।
এ ব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম জানান, টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে জুতার ভিতরে সুইজারল্যান্ডের ৭টি ও দুবাইয়ের ৩টিসহ মোট ১০টি স্বর্ণের বারসহ সেতু করকে আটক করা হয়েছে।
তিনি জানান, ওই ১০টি স্বর্ণের বার স্বর্ণকার দিয়ে মেপে ১১৫ ভরি ১৫ আনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।