বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশের সাথে ডাকাত দলের গুলি বিনিময়ে মোস্তফা নামের  (৩৩) এক ডাকাত গুলিবিব্ধ হয়ে নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

মঙ্গলবার (৮মার্চ) রাত ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ রেল গেইটের অদূরে রাস্তায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ কামাল আকন্দ জানান, ওই সড়কে দীর্ঘ দিন ধরে রাস্তায় রশি ফেলে ডাকাতি করে আসছিল একটি সংঘবব্ধ সশস্ত্র ডাকাত দল। গত ২১ ফেব্রুয়ারী রাতে ওই স্থানে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন জেলার দেবিদ্বারের স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ। এ ঘটনায় বুডিচং থানায় একটি মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশে স্থানান্তর হলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে।

মঙ্গলবার বিকালে ঐ ২ জনকে কুমিল্লার আদালতে হাজির করা হলে তারা  সহযোগীদের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আদালত  তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দেয়। তাদের দেয়া স্বীকারোক্তি অনুসারে ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে মঙ্গলবার রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল্ মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম লড়িবাগ রেল রাস্তার পাশের রাস্তায়  পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল রাস্তায় রশি ফেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মোস্তফা নামের এক ডাকাত মারাত্মক আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত পৌনে ১টার দিকে ডাক্তার তকে মৃত ঘোষণা করেন।ৃ